ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে এক স্কুল ছাত্রকে হত্যা করে তার অটো রিক্সা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। নিহত স্কুল ছাত্রের নাম মোঃ আজিজুল ইসলাম(১৫)। সে শুভাঢ্যা ইউনিয়নের মীরেরবাগ এলাকায় ওরিয়েন্ট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। তার বাবার নাম মিঠু শেখ। সে একই এলাকায় হাজী রুহুল এর বাড়িতে পরিবারের সাথে ভাড়া থাকতো। তাদের গ্রামের বাড়ি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার গোয়াবাড়িয়া গ্রামে। আজ রোববার সকালে হাসনাবাদ পানগাঁও সড়কে বসুন্ধরা রিভারভিউ এলাকায় অফসেনিন ফার্মাসিটিক্যালস কারখানার পাশে কলা গাছের ঝোপের ভিতর থেকে নিহত আজিজুলের লাশ পুলিশ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য তার লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। আজিজুলের চাচা নজরুল ইসলাম জানান, তার ভাতিজা আজিজুল মীরেরবাগ ওরিয়েন্ট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীতে লেখাপড়া করত। দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় মাঝে মাঝে সে অটো রিক্সা চালিয়ে লেখাপড়ার খরচ চালাতো। শনিবার মাগরিবের পর সে অটো রিক্সা নিয়ে বের হয়। ইকুরিয়া এলাকা থেকে যাত্রী বেশে অটো রিক্সা চোর চক্রের কয়েকজন ছিনতাইকারী তার অটো রিক্সায় ওঠে। পরে ওই ছিনতাইকারী চক্র আজিজুলের অটো রিক্সা নিয়ে বসুন্ধরা রিভারভিউ এলাকায় ঘোরাঘুরি করতে থাকে। এক পর্যায়ে ছিনতাইকারী চক্রটি অফসেনিন ফার্মাসিটিক্যালস কারখানার পাশে একটি কলা গাছের ঝোপের ভিতর তার ভাতিজা আজিজুল কে নিয়ে তার পরনের প্যান্টের বেল্ট গলায় পেঁচিয়ে তাকে নির্মমভাবে শ্বাসরোধে হত্যা করে তার অটো রিক্সাটি নিয়ে পালিয়ে যায় চক্রটি। এই ঘটনায় তার ভাই মিঠু শেখ দক্ষিণ কেরানীগঞ্জ থানায় বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন