শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রাজবাড়ী জেলা যুব লীগের সম্মেলন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

রাজবাড়ী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৫১ পিএম

আগামী ৪ মার্চ রাজবাড়ী জেলা আওয়ামী যুব লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনকে সফল করতে এরই মধ্যে নেওয়া হয়েছে নানান ধরনের প্রস্তুুতি, তারই ধারাবাহিকতায় রবিবার ( ১৯ ফেব্রুয়ারী ) সকালে বাংলাদেশ আওয়ামী যুব লীগ রাজবাড়ী জেলা শাখার আয়োজনে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রস্তুুতিমুলক সভার আয়োজন করে সংগঠনটি।
এ সময় জেলা যুব লীগের আহব্বায়ক মোঃ জহুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন কেন্দ্রীয় যুব লীগের যুগ্ন সাধারন সম্পাদক সুব্রত পাল। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেন্দ্রীীয় সাংগঠনিক সম্পাদক শহিদুল হক চৌধুরী রাসেল। বাংলাদেশ আওয়ামী যুব লীগের কার্য নির্বাহী সদস্য ব্যারিস্টার চৌধুরী মৌসুমি ফাতেমা,আরঙ্গজেব আরু, কেন্দ্রীয় সদস্য ইয়াছির আরাফাত রামিম,এস এম আশরাফুল ইসলাম রতন প্রমুখ বক্তৃতা করেন।
সভায় বাংলাদেশ আওয়ামী যুব লীগের যুগ্ন সাধারন সম্পাদক সুব্রত পাল জানান,আগামী চার মার্চ রাজবাড়ীতে যুব লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে আওয়ামী যুব লীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক মাইনুল হাসান খান নিখিলসহ বেন্দ্রীয় নেতৃবৃন্দ, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে। একটি জাক জমকপুর্ন সম্মেলন উপহার দিতে সব ধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন