শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

ফটো জার্নালিস্ট এসোসিয়েশন এর পাশে আত-তাইয়িবাহ ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:২৮ পিএম

আত-তাইয়িবাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ রুবেল এর পক্ষ থেকে সেক্রেটারি জেনারেল মাওলানা মিজানুর রহমান মিছবাহ এর নেতৃত্বে প্রতিনিধি দল বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন এর নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করেন অভিনন্দন জানান।

এ সময় বিপিজিএ সাধারণ সম্পাদক কাজী বোরহানউদ্দিন ও কার্যনির্বাহী সদস্য এস এ মাসুম সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংগঠনের চেয়ারম্যান শেখ রুবেল এর পক্ষে প্রতিনিধি দল বলেন। সাংবাদিকগণ হলো জাতির বিবেক। তারা জীবনের ঝুঁকি নিয়ে দেশে-জাতির অনবরত সেবা করে যাচ্ছে। তাই আমরা মনে করি সর্বদা আপনাদের পাশে থাকতে পারলে নিজেদের গৌরবান্বিত মনে করব। এ সময় প্রতিনিধি দল ভবিষ্যতে ও পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন। প্রতিনিধিদল আরও বলেন,
আমার ধারাবাহিক ভাবে সমাজ সেবা মূলক কার্যক্রম পরিচালনা করে আসছি, আমাদের সেবাকে বেগবান রাখতে আপনাদের সাংবাদিক মহলের সহযোগিতা একান্ত কামনা করছি। পরিশেষে প্রতিনিধিদল ফাউন্ডেশনের চেয়ারম্যানের সুস্বাস্থ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে বিদায় নেন । ইনকিলাব

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন