শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

উৎসব মুখর পরিবেশে টাঙ্গাইল জেলা বার সমিতির নির্বাচন অনুষ্ঠিত

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:৫৪ পিএম

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে এ ভোটগ্রহণ। ভোটগ্রহণ শেষে রাতে গণনার পর ফলাফল ঘোষণা করা হবে।
নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে শামিম-মিন্টু পরিষদ ও বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে মঈদুল-বিপন পরিষদ প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৪টি পদের বিপরীতে ২৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির নির্বাচনে মোট ভোটার ৭৬৪ জন।
এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন বার সমিতির সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম খান আলো।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন