চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাটল ট্রেনের ধাক্কায় সিএনজি অটো রিকশা আরোহী মা-মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছে আরও দুই জন। গতকাল (বুধবার) দুপুরে মুরাদপুর পিলখানা রেল গেইটে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন- মরিয়ম বেগম (৬০), তার মেয়ে আফরিন (১৭)। আহতরা হলেন- মনি বেগম (৫৫) ও আয়েশা বেগম (৯)। হতাহতরা সবাই বাগেরহাটের বাসিন্দা। তারা চট্টগ্রামে আত্মীয়র বাড়িতে বেড়াতে এসেছিলেন। বেড়ানো শেষে বাড়ি ফিরে যেতে বাস টার্মিনালে যাচ্ছিলেন তারা। কিন্তু তার আগেই না ফেরার দেশে চলে গেলেন মা মেয়ে।
চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি শহীদুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয় থেকে ছেড়ে আসা শাটল ট্রেন মুরাদপুর পিলখানা রেল গেইট অতিক্রম করার সময় যাত্রীবাহী একটি সিএনজি অটো রিকশাকে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে অনেক দূর চলে যায়। এতে ঘটনাস্থলে মরিয়ম বেগম মারা যান। বাকি ৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
চমেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম জানান, আহত অবস্থায় এক কিশোরীসহ তিন মহিলাকে হাসপাতালে নিয়ে আনা হলে তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আফরিন মারা যায়। অন্যদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান তিনি। স্বজনদের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা জহিরুল বলেন, হতাহতরা চট্টগ্রাম থেকে বেড়ানো শেষ করে বাগেরহাট যাওয়ার জন্য অলঙ্কার বাস স্টেশনে যাচ্ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন