শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সীতাকুণ্ডে ২৪০টি কেন্দ্রে ৫৬ হাজার শিশু ভিটামিন এ প্লাস গ্রহন করবে,উদ্বোধনীকালে ইউএনও

সীতাকুণ্ড(চট্টগ্রাম)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৫৫ পিএম

সীতাকুণ্ডে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শাহাদাত হোসেন।আজ (২০ জানুয়ারি)সোমবার সকাল ১০টায় পৌরসদর মেরী স্টোপস ক্লিনিকে আয়োজিত প্রধান অতিথি হিসেবে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন তিনি।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী,উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ শাহ আলম।এছাড়া উপজেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও মেরী স্টোপসের কর্মকর্তারা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে প্রধান অতিথি ইউএনও মোঃ শাহাদাত হোসেন বলেন, সরকার আমাদের আগামী প্রজম্ম শিশুদের রাতকানাসহ নানান রোগ থেকে রক্ষা করতে সরকার ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন করে চলেছে। আর স্বাস্থ্য বিভাগ এটি পরিচালনা করছেন। এক থেকে পাঁচ বছর বয়সী কোন শিশু যেন ভিটামিন এ প্লাস গ্রহন করা থেকে দূরে না থাকে তা আমরা সবাই মিলে নিশ্চিত করতে হবে। তার পাশাপাশি ছোট শিশুদের ৬ মাস পযন্ত বুকের দুধ ছাড়া আর কোন বাইরের খাবার দেয়া যাবে না। এদিকে সভাপতি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ তার বক্তব্যে বলেন, সীতাকুণ্ডের ২৪০টি কেন্দ্রে একযোগে ১-৫ বছর বয়সী শিশুদের ভিটামিন এ প্লাস খাওয়ানো হচ্ছে। তিনি বলেন ভিটামিন নিতে যারা আসছেন সেসব অভিভাবকরা অন্য শিশুদের অভিভাবকদেরও ভিটামিন নিতে উৎসাহিত করতে হবে। যাতেকরে সবাই শিশুদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ মেনে চলতে হবে । উপজেলায় ৫৬ হাজার শিশু এ ভিটামিন গ্রহন করবে। তারিখঃ-২০/২/২০২৩ শেখ সালাউদ্দিন

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন