জয়পুরহাটের কালাই থেকে মাছ নিয়ে গোবিন্দগঞ্জ হাটে যাওয়ার পথে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ঘটনাস্থলেই ১জন নিহত হয়েছে। আহত হয়েছেন ভটভটিতে থাকা অপর ব্যক্তি।
আজ মঙ্গলবার (২১ফেব্রুয়ারী) ভোর ৬টার দিকে কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের সাঁতার-কুসুমসাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন সড়কে এ দূর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি কালাই উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়ন এর হাতিয়র গ্রামের মৃতঃ কফির উদ্দিন এর ছেলে আব্দুল মোমিন (৪০)।আহত অপর ব্যক্তি একই গ্রামের মৃত আঃরশীদ এর ছেলে মোস্তাফিজুর রহমান মোস্ত (৫৫)।
আহত ব্যক্তিকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বগুড়া রেফার করা হয়েছে।
কালাই থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে দৈনিক ইনকিলাবকে , স্থানীয়রা লাশ উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে আসলে পরবর্তীতে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন