শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চিত্রা নদীতে ৭১ নৌকা ভাসিয়ে ভাষা শহীদদের স্মরণ

কালীগঞ্জ, (ঝিনাইদহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:২৬ পিএম

২১ ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঝিনাইদহের কালীগঞ্জে চিত্রা নদীতে ৭১ কাগজের প্রতীকী নৌকা ভাসিয়ে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা জানালো স্বেচ্ছাসেবী যুব সংগঠন কালীগঞ্জ ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারের সদস্যরা। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) সকাল ৮টায় পৌরসভার বলিদাপাড়া এলাকায় তারা রঙ বে রঙের ৭১টি কাগজের নৌকা ভাসায়। এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারের সভাপতি ফাওজুর রহমান সাবিত, সহ-সভাপতি ইতি ব্যানার্জী, মাহাবুর রহমান মাহফুজ, সাধারন সম্পাক মুজাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক জয়া বিশ্বাস, শাহিমা সুলতানা, শিরিনা আক্তার বৃষ্টি, তানজিমুল হাসান বাপ্পি, তুলি বিশ্বাস, তানভীর হোসেন মুন্না, অনিক সাহাসহ ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারের সদস্যবৃন্দ।

সভাপতি ফাওজুর রহমান সাবিত জানান, তার সংগঠনের সদস্যরা জাতীয় শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সকালে মোবারকগঞ্জ চিনিকল শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন। পরে শহীদদের স্মরণে ৭১টি প্রতিকি কাগুজে নৌকা তৈরি করে চিত্রা নদীতে ভাসায়ে দেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন