বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল বরগুনা জেলা কমিটির সভানেত্রী, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সহ-সভাপতি রীমা জামান ২০ ফেব্রুয়ারী মঙ্গলবার রাত ৯টা ৩০ মিনিটে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বরগুনা-২ (বামনা-পাথরঘাটা) আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য মরহুম একেএম আকতারুজ্জামান আলমগীরের কন্যা রিমা জামান
হৃদরোগে আক্রান্ত হলে তাকে তাৎক্ষণিক বরগুনা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা চলাকালীন একপর্যায়ে তিনি মৃত্যুবরণ করেন।
বিএনপি নেত্রী রীতা জামান রাজনীতির পাশাপাশি বরগুনার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে সংশ্লিষ্ট ছিলেন।
তিনি ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল কর্তৃক বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে মাস্টারফেলো হিসেবে কাজ করেন।
বরগুনার বিএনপির বিভিন্ন কর্মসূচি সক্রিয় অংশগ্রহণ, রাজনৈতিক আন্দোলন সংগ্রামে প্রথম সাড়িতে থেকে নেতৃত্ব দিয়েছেন। তিনি বিভিন্ন সময়ে হামলা মামলার শিকার হয়েছেন, খেটেছেন বহুবার জেল। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে বরগুনায়। বরগুনা প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি এক ছেলে এক মেয়ে রেখে গেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন