কিশোরগঞ্জের নিকলী উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়।আজ মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি সূর্যোদয়ের সাথে সাথে রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি সকল স্কুল কলেজ মাদ্রাসা ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারী আধা সরকারী ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সমূহের ভবন ও বেসরকারী ভবন সমূহে সঠিক নিয়মে সঠিক মাপের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।সকাল ৭টায় উপজেলা পরিষদ থেকে এক প্রভাতফেরি বের হয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। নিকলী উপজেলা পরিষদের এ,এম রুহুল কুদ্দুস ভুঞা জনি, উপজেলার নির্বাহী অফিসার শায়লা আক্তার উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজুর হক আয়াজ , উপজেলা বিভিন্ন কর্মকর্তা কর্মচারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন এনজিওর প্রতিনিধি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে চিত্রাংকন, রচনা ও কবিতা আবৃত্তি করা হয়। সকল মসজিদ মন্দির ও গির্জা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন