শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সিলেটে এক লন্ডন প্রবাসীর ‘টাকা আত্নসাৎ করে লাপাত্তা’ তরুণী দুই বোন : আদালতে গ্রেফতারী পরোয়ানা

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৫৫ পিএম

এক লন্ডন প্রবাসীর সিলেট নগরস্থ বাসায় বিনা ভাড়ায় থাকতে শুরু করেছিলেন তরুণী দুই বোন । তবে শর্ত ছিলো- অন্যান্য ভাড়াটের কাছ থেকে টাকা তুলে প্রবাসীর ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখবেন। কিন্তু ওই প্রবাসীর কয়েক লাখ টাকা আত্মসাৎ করে এখন লাপাত্তা তারা। ওই দুই তরুণীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

অভিযুক্ত দুই তরুণী হচ্ছেন- হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার উমরপুরের শাহ রাজা মিয়ার কন্যা শাহ নাদিয়া বেগম ও শাহ সাদিয়া বেগম।

জানা যায়, সিলেট নগরীর রায়নগর সোনারপাড়াস্থ লন্ডন প্রবাসী সাউল মিয়া উরফে সাবুল মিয়ার বাসায় (রাসোস-২০) আত্মীয়তার সুবাদে নাদিয়া ও সাদিয়া ২০২০ সালের মার্চে থেকে বসবাস করতে শুরু করেন। তাদেরকে ২য় তলার একটি ইউনিটে বিনা ভাড়ায় থাকতে দেন প্রবাসী সাবুল মিয়া। বিনা ভাড়ায় থাকার শর্ত ছিলো , অন্যান্য ভাড়াটের নিকট হতে ভাড়া আদায় করে প্রবাসীর ব্যাংক একাউন্টে জমা দিতে হবে। কিন্তু প্রথম থেকেই ভাড়াটেদের টাকা প্রবাসী সাবুল মিয়ার ব্যাংক অ্যাকাউন্টে জমা না রেখে আত্মসাৎ করতে শুরু করেন নাদিয়া ও সাদিয়া। এছাড়াও তাদের নিকট বাসার কাজের জন্যে বেশি কিছু টাকাও পাঠান লন্ডন প্রবাসী । তবে দুই বছর অবস্থানের পর হঠাৎ করে সাদিয়া ও নাদিয়া কাউকে না বলে বাসার মালামাল নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় নাদিয়া ও সাদিয়াকে আসামিকে করে সিলেট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রবাসীর কেয়ারটেকার কবির হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন (মামলা নং- ৯০৩/২০২২)।

এসএমপির কোতোয়ালি থানার এসআই মো. আজিজুল হক তদন্ত শেষে গত ১৩ ডিসেম্বর আদালতে প্রতিবেদন জমা দেন। এতে বলা হয়- শাহ নাদিয়া বেগম ও শাহ সাদিয়া বেগম প্রবাসীর কাছ থেকে নগদ ৫ লাখ ১৮ হাজার ৩৫০ টাকাসহ বাসা ভাড়ার টাকা আত্মসাৎ এবং বিভিন্ন মালামাল চুরি করেছেন বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। পরবর্তীতে গত সপ্তাহে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত নাদিয়া ও সাদিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. জালাল আহমদ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন