ইতালির রোমে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।স্থানীয় সময় মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রোমের বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়।
এর আগে সোমবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭.০১ মিনিটে (বাংলাদেশ সময় ২১ ফেব্রুয়ারি রাত ১২.০১ মিনিট) রোমের আইজাক রবিন পার্কে স্থাপিত শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। ২০১১ সালে ভাষা শহীদদের সম্মানে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে রবিন পার্কে স্থায়ী শহীদ মিনার স্থাপন করা হয়। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন ও প্রবাসী বাংলাদেশিরা শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
রাষ্ট্রদূত মো. শামীম আহসান সংক্ষিপ্ত বক্তব্যে দিবসটির তাৎপর্য তুলে ধরে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ইউনেস্কো মহাপরিচালকের বাণী পাঠ করা হয়। পরে দিবসটি উপলক্ষে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর নির্মিত বিশেষ প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। শহীদদের রুহের মাগফিরাত, দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
দূতাবাস সূত্রে জানা গেছে, দিবসটি উপলক্ষে চলতি মাসের শেষ সপ্তাহে একটি বহুভাষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন