শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

তমদ্দুন মজলিসের রচনা প্রতিযোগিতা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে-

বিজ্ঞপ্তি | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৯ এএম

ভাষা আন্দোলনের স্থপতি সংগঠন তমদ্দুন মজলিসের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৩টি বিভাগে বাংলা রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। রচনার বিষয় (ক) গ্রুপ ভাষা আন্দোলনে তমদ্দুন মজলিসের ভূমিকা, (খ) গ্রুপ বাংলা সাহিত্যে তমদ্দুন মজলিসের নেতাকর্মীদের অবদান, ও (গ) গ্রুপে সুস্থ-সংস্কৃতি বিকাশে তমদ্দুন মজলিসের ভূমিকা রচনা সর্ব সাধারণের জন্য উন্মুক্ত থাকবে। রচনা কাগজের এক পৃষ্ঠায় লিখে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্রের ফটোকপিসহ আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে নিম্নোক্ত ঠিকানায় প্রেরণ করতে হবে।
রচনা প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী ছাড়াও অংশগ্রহনকারী সকলকেই আগামী ২১ ফেব্রুয়ারি সকাল ১০টায় ভার্চুয়াল মিডিয়ার (তমদ্দুন মজলিসের অফিসিয়াল ফেসবুক পেজে) অনুষ্ঠানের মাধ্যমে সকলের নাম ঘোষণা করা হবে। পরবর্তীতে অফিস থেকে পুরস্কার প্রদান করা হবে।
রচনা প্রেরণের ঠিকানা ঃ- তমদ্দুন মজলিস ঢাকা মহানগর অফিস, ১৯৩/এ, জীবন ভবন (২য় তলা, রুম নং- ২০২), ফকিরেরপুল, ঢাকা-১০০০।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন