কুমিল্লার বুড়িচং উপজেলার সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে সর্বপ্রথম সিজারের মাধ্যমে বাচ্চা প্রসব সম্পন্ন করা হয়েছে। আজ ২২ ফেব্রুয়ারি সকাল ১১ টায় হাসপাতালের অত্যাধুনিক অপারেশন থিয়েটারে উক্ত হাসপাতালের গাইনি কনসালটেন্টের একটি সুদক্ষ টিম এই কাজটি সম্পূর্ণ করেন।
বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর গ্রামের মো. সাইফুল ইসলাম এর স্ত্রী শরিফা বেগমের পেট থেকে সিজারের মাধ্যমে অপারেশন করে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। শরিফার স্বামী বলেন, সম্পূর্ণ বিনামূল্যে সরকারি খরচে এই হাসপাতালের মাধ্যমে আমার পুত্র সন্তান জন্মগ্রহণ করে। এই অপারেশন সম্পন্ন করেন গাইনি কনসালটেন্ট ডা. ফারহানা পারভীন এফ সি পি এস, ডা. মোরশেদ উদ্দিন খান, ডা. দিলরুবা শারমিন ,ডা. সায়মা আলম ,ওটি ইনচার্জ ফাতেমা আক্তার, হালিমা আক্তার ও ফকরুল ইসলাম ।
এ প্রসঙ্গে বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর হোসেন মিঠু বলেন, ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত প্রাচীন এই হাসপাতালটি ৩১ শয্যা নিয়ে যাত্রা শুরু করে বর্তমানে আমার আমলে হাসপাতালটি ৫০ শয্যায় উন্নীতকরন সহ হাসপাতালটির অবকাঠামোগতভাবে ব্যাপক উন্নয়ন হয়। সিজারের মাধ্যমে হাসপাতালটিতে এই প্রথম সর্বোচ্চ নিরাপত্তা বিধানের মাধ্যমে অত্যাধুনিক প্রযুক্তিতে সরকারী নিয়োগ প্রাপ্ত গাইণী ডাক্তারের মাধ্যমে সন্তান প্রসবের ব্যবস্থা করা হলো। এই হাসপাতালের মাধ্যমে নরমাল এবং সিজার উভয় মাধ্যমে সম্পূর্ণ সরকারি খরচে সর্বোচ্চ নিরাপত্তায় সন্তান প্রসবের ব্যবস্থা করা হয়। মা ও শিশুর মৃত্যুর ঝুঁকি জিরোতে নিয়ে আসা ও অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঝুঁকি হ্রাসের পাশাপাশি এলাকার জনসাধারণের কষ্টার্জিত অর্থের ব্যাপক সাশ্রয় হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন