নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : বন্দর থানা বিএনপির এক অংশের সাধারণ সম্পাদক হাজী মাজহারুল ইসলাম ভূঁইয়া হিরণ (৫৫) কে নাশকতার মামলার ওয়ারেন্টে পুলিশ গ্রেফতার করেছে। গতকাল বুধবার দুপুরে পুলিশ তাকে বন্দর উপজেলা চত্বর থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হিরণ বন্দরের দেওয়ানবাগ এলাকার বাসিন্দা। গত ১৫ সালের ৫ জানুয়ারি নবীগঞ্জ বাস স্ট্যান্ডে বিএনপি-পুলিশের সংঘর্ষ ও পুরিশের গাড়ি পোড়ানো মামলার ওয়ারেন্টে পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি ব্যক্তিগত কাজে বন্দর উপজেলায় এলে পুলিশ তাকে দেখে গ্রেফতার করে থানায় নিয়ে যান।এ ব্যপারে বন্দর থানার ওসি আবুল কালাম বলেন, বিএনপি নেতা হিরণের বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা ছিল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন