শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বরিশালে লক্ষাধিক মুসুল্লীর অংশ গ্রহনে জেলা পর্যায়ের ৩দিনে ইজেতমা শুরু

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৪৮ পিএম

লক্ষাধিক মুসুল্লীর অংশ গ্রহনে বরিশাল মহানগরীর সরদার পাড়া এলাকায় শুরু হয়েছে তাবলিগ জামাতের ৩ দিনের জেলা পর্যয়ের ইজেতেমা। দিল্লীর হজরত মাওলানা সাদ আহমদের অনুসারী তাবলিগ গ্রুপের এ ইজতেমায় বরিশাল জেলা ও মহানগরী সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক মুসুল্লী অংশ নিয়েছেন।

নগরীর নবগ্রাম রোডের সরদার পাড়া এলাকার বিশাল ময়দান যুড়ে এ ইজেতেমায় অংশ গ্রহনকারীদের জন্য সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে। শুক্রবার এ ময়দানেই বিশাল জামাতে মুসুল্লীয়াগন জুমার নামাজ আদায় করবেন বলে আশা করা হচ্ছে। এ নামাজেও দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক মুসুল্লী অংশ নেবেন বলে আশা করছেন সকলে।
শণিবার দুপুর ১২টার পরে আখেরী মোনাজাতের মাধ্যমে ৩ দিনের বরিশাল জেলা পর্যায়ের ইজেতমার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে বলে জানিয়েছেন উদ্যোক্তাগন।
আখেরী মোনাজাত শেষে জোহরের নামাজের বিশাল জামাতেও লক্ষ লক্ষ মুসুল্লী অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন