মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকের দুই কর্মকর্তার ৩ বছরের সাজা

নোয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:১৭ পিএম

নোয়াখালীতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গ্রামীণ ব্যাংকের সাবেক দুই কর্মকর্তাকে তিন বছর করে সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাদেরকে দুই লাখ ৫৫ হাজার টাকা অর্থদন্ডও করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বিশেষ জজ আদালতের বিচারক এএনএম মোর্শেদ খান এ রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন, গ্রামীণ ব্যাংকের লক্ষ্মীপুর জেলার চন্ডিপুর শাখার সাবেক কেন্দ্র ব্যবস্থাপক তৌফিক আহামেদ। তিনি কুমিল্লার দেবিদ্বার উপজেলার বল্লভপুর গ্রামের মো. জব্বর আলীর ছেলে এবং একই শাখার সাবেক ম্যানেজার মো. আমীরুল ইসলাম। তিনি বরিশালের মুলাদী উপজেলার চরকালেখা গ্রামের নোয়াব আলীর ছেলে।

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আবুল কাশেম রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আসামিরা পরস্পরের যোগসাজশে ভুয়া সদস্যদের নামে ঋণ মঞ্জুরী দেখিয়ে দুই লাখ ২৩ হাজার ৮৪৬ টাকা এবং জিপিএস কিস্তির ১৬ হাজার ৪৪৬ টাকাসহ মোট দুইলাখ ৪০ হাজার ২৯২ টাকা আত্মসাত করেন।

এ ঘটনায় ২০১৪ সালের ১৩ মার্চ আসামিদের বিরুদ্ধে লক্ষ্মীপুরের রামগঞ্জ থানায় মামলা (নম্বর-১৩) দায়ের করা হয়। পরে বিশেষ মামলাটি (নম্বর-০৮/২০১৯) দুদকের সাবেক সহকারী পরিচালক মো. নুরুল ইসলাম তদন্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

দুদক আইনজীবী আরও বলেন, আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দন্ডবিধির ৪০৯ ধারায় দুই বছরের সশ্রম কারাদন্ড ও দুইলাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় এক বছরের সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রায়ের সময় আসামিরা পলাতক ছিলেন। গ্রেফতারের দিন থেকে যুগপৎভাবে রায় কার্যকর করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন