শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মতলবের মোহনপুর পর্যটনে পিকনিক করতে এসে পানিতে ডুবে ছাত্রের মৃত্যু,নিখোঁজ ১

মতলব(চাঁদপুর)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:৫০ পিএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর পর্যটন কেন্দ্রে পিকনিক করতে এসে ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের ছাত্র শাহরিয়ার ইসতিয়াক শামস (১৬) মৃত্যু হয়েছে । একই ঘটনায় নিখোঁজ রয়েছে সুষ্মিত সাহা (১৪) নামে আরেক শিক্ষার্থী। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাটি নিশ্চিত করেছেন মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাবুল বালা।

ঘটনার বিবরনে জানা যায়, নারায়নগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ থেকে প্রায় ৭৫০ জন শিক্ষার্থী ২৩ ফেব্রুয়ারি সকালে নারায়নগঞ্জ থেকে মতলব উত্তরের মোহনপুর পর্যটনে পিকনিক করতে এসে নদীতে গোসল করতে যায়। সাঁতার না জানা শাহরিয়ার ইসতিয়াক শামস হাবুডুবু খেয়ে তলিয়ে যায়। এ সময় উপস্থিত লোকজনের নজরে পড়লে তাকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। নারায়ণগঞ্জ পুলিশ লাইন এলাকার জাহিদুল ইসলামের ছেলে শাহরিয়ার ইসতিয়াক শামস।

নিখোঁজ সুষ্মিত সাহা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার কাইতলা এলাকার সুধাংশু সাহার ছেলে। সে নারায়ণগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।


টিএইচও আসাদুজ্জামান জুয়েল জানান, শিশুটির নাম শাহরিয়ার ইসতিয়াক শামস। তাকে হাসপাতালে জরুরী বিভাগে আনা হলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন।

 

ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল কাইয়ুম জানান, আমাদের একজন শিক্ষার্থী মারা যাওয়ার সংবাদ সঠিক। আরেক শিক্ষার্থীর এখনো খোঁজ চলছে।

এদিকে ঘটনার সংবাদ পেয়ে চাঁদপুর নৌ ফায়ার সার্ভিস ইউনিটের ডুবুরি দল মোহনপুরের এসে উদ্ধার কাজ পরিচালনা করছেন।

এ ব্যাপারে মোহনপুর পর্যটনের ব্যবস্থাপনা পরিচালক কাজী মিজানুর রহমান জানান, আমি ঢাকায় ছিলাম।এসে শুনলাম এ ঘটনা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন