শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ক্ষমতার রাজনীতি নয় আদর্শিক রাজনীতিই কাম্য -প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল¬াহ আল-গালিব

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:০৭ পিএম

‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর উদ্যোগে আয়োজিত ৩৩তম বার্ষিক তাবলীগী ইজতেমার ১ম দিনের উদ্বোধনী ভাষণে আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল¬াহ আল-গালিব সকলের প্রতি উপরোক্ত আহ্বান জানান। তিনি বলেন, যে রাজনীতির উদ্দেশ্য ক্ষমতা অর্জন, যে রাজনীতি ব্যক্তি ও দলীয় স্বার্থকে কেন্দ্র করে পরিচালিত- তা কখনও কল্যাণমূলক রাষ্ট্রগঠনে সহায়ক হতে পারে না। এজন্য কুরআন ও ছহীহ হাদীছের আলোকে আদর্শভিত্তিক দেশ ও সমাজ গঠন করার জন্য আমাদেরকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। সামাজিক ন্যায়বিচার ও সুশাসন কায়েমের মাধ্যমে দুর্নীতিমুক্ত সমাজ গড়তে ইসলামী অনুশাসনের কোন বিকল্প নেই। তিনি সকলকে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে সার্বিক জীবন গড়ে তোলার আহ্বান জানান।
উলে¬খ্য, ২৩শে ফেযুংয়ারী বিকাল সোয়া ৪ টায় দু’দিন ব্যাপী তাবলীগী ইজতেমার কার্যক্রম শুাং হয়। দেশের বিভিন্ন ঁেলা থেকে হাঁজার হাজার মুছল¬ী ইজতেমায় যোগদান করেছেন। আগামী শনিবার ফজর পর্যন্ত ইজতেমা চলবে ইনশাআল¬াহ। সংগঠনের আমীর প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল¬াহ আল-গালিবের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইজতেমার ১ম দিনে বক্তব্য রাখেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় গবেষণা ও প্রকাশনা স¤পাদক অধ্যাপক আব্দুল লতীফ, বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ-এর কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম, সোনামণি পরিচালক ড. আব্দুল হালীম, হাদীছ ফাউণ্ডেশন শিক্ষা বোর্ড চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল¬াহ ছাকিব, মাওলানা আমানুল¬াহ বিন ইসমাঈল, ড. ইমাম হোসাইন, ডা. শওকত হাসান, হাফেয আব্দুল¬াহ আল-মা‘রূফ, আব্দুল ওয়াদূদ, ফয়ছাল মাহমূদ প্রমুখ। #

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন