বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

যুগ উপযোগী শিক্ষায় শিক্ষিত হলে কর্ম সংস্থানের অভাব হবেনা - শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:২৪ পিএম

মাগুরা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নবিন বরণ অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হাকিম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বৃহস্পতিবার বিকেল তিনটায় কলেজ প্রাঙ্গনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য এড, সাইফুজ্জামান শিখর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, পুলিশ সুপার মোঃ মশিউদৌলা রেজা, জেলা আওয়ামীলীগের সভাপতি আফম আব্দুল ফাত্তাহ, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল। এছাড়া কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু বকর সিদ্দিকী মন্ত্রী মহদয় বলেন, খেলাধুলা শরীর গঠনে সাংস্কৃতিক চর্চা মন প্রফুল্ল প্রফুল্ল রাখার উত্তম মাধ্যম। তিনি পড়ালেখার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখার জন্য ছাত্রছাত্রীদের আহবান জানন। তিনি বলেন, বর্তমান প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার ক্রীড়া ক্ষেত্রে অধিক দৃষ্টি রাখায় পৃথিবীর বুকে বাংলাদেশ বর্তমানে আলোচনায় উঠে এসেছে। মন্ত্রী মহদয় সন্ধ্যায় শ্রীপুর উপজেলার ঘষিয়ালে কবি গানের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন