বরিশালে তাবলীগ জামাতের তিন দিনব্যপী জেলা ইজতেমার দ্বিতীয় দিনে কয়েক লাখ মানুষ শুক্রবার জুমার জামাতে নামাজ আদায় করেন। বৃহস্পতিবার ফজর নামাজ থেকে নগরীর নবগ্রাম রোডে সরদার পাড়া এলাকায় এ ইজতেমায় বরিশালের ১০টি উপজেলা ছাড়াও দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকেও তাবলীগ জামাতের মুসুল্লীগন অংশ নিচ্ছেন।
শুক্রবার সকাল ১০টার পর থেকেই বরিশাল মহানগরী ছাড়াও আসেপাশের এলাকা থেকে মানুষ দলে দলে ইজতেমা মাঠে সমবেত হতে থাকেন জুমার নামাজে অংশ গ্রহনের লক্ষ্যে। এমনকি পাশ^বর্তি জেলা ঝালকাঠীর অনেক এলাকা থেকেও বরিশালের তাবলীগ ইজেতেমা মাঠের জুমার জামাতে অংশ নেন।
শণিবার ফজর নামাজ বাদে বয়ানের পরে প্রাতরাশ ও বিশ্রামের পরে সকাল ১১টা থেকে শেষ বায়নের পরে আখেরী মোনাজাতের মাধ্যমে ৩ দিনের এ ইজতেমার সমাপ্তি ঘটবে বলে জানা গেছে।
দিল্লী ভিত্তিক তাবলীগ জামাতের অনুসারীদের এ ইজতেমায় বিশিষ্ট ওলামায়ে কেরামগন বয়ান করছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন