শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মোদির নাম জড়ানো শ্রীলঙ্কার বিতর্কিত বিদ্যুৎ প্রকল্পের কাজ পেল আদানি গোষ্ঠী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:২২ পিএম

প্রবল বিতর্ক সত্ত্বেও শ্রীলঙ্কার দু’টি বায়ুবিদ্যুৎ কেন্দ্রের বরাত পেল আদানি গোষ্ঠী। উত্তর শ্রীলঙ্কায় দু’টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রায় ৩,৬৫৬ কোটি রুপির কাজ আদানি গ্রিন এনার্জিকে দেয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রীলঙ্কার শক্তিমন্ত্রী কাঞ্চন উইজেশেখর।

তাৎপর্যপূর্ণ ভাবে, গত বছর জুনে দ্বীপরাষ্ট্রের ইলেক্ট্রিসিটি বোর্ডের তৎকালীন চেয়ারম্যান এম এম সি ফার্দিনান্দো জানিয়েছিলেন, ২০২১ সালের ২৪ নভেম্বর প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে তাকে ডেকে পাঠিয়ে বলেন, “মান্নারে যে বায়ুবিদ্যুৎকেন্দ্রটি তৈরি করা হবে, তার বরাত আদানি গোষ্ঠীকে দেয়া হোক। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এমনটাই চাইছেন।” এ খবর প্রকাশ্যে আসতেই আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয় শ্রীলঙ্কায়। ভারতের রাজনীতিতেও এর প্রভাব পরিলক্ষিত হয়। নির্দিষ্ট গোষ্ঠীর কথা কেন বললেন প্রধানমন্ত্রী, প্রশ্ন তোলে বিরোধী দলগুলি।

এক বিবৃতিতে ‘শ্রীলঙ্কা বোর্ড অফ ইনভেস্টমেন্ট’ জানিয়েছে, ২০২৫ সালের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করবে আদানি গ্রিন এনার্জি। এর আগে কলম্বো বন্দরে টার্মিনাল তৈরির বরাত পেয়েছে আদানি গোষ্ঠী।

উল্লেখ্য, হিন্ডেনবার্গ রিপোর্টের পর থেকেই একের পর এক ধাক্কা খেয়েছেন গৌতম আদানি। ব্লুমবার্গের বিলিওনেয়ার ইনডেক্স। সেখানে বর্তমান বিশ্বের ধনকুবেরদের তালিকায় ২৯তম স্থানে ঠাঁই হয়েছে আদানির। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী ভারতীয় ধনকুবেরের মোট সম্পত্তির পরিমাণ এখন ৪ হাজার ২৭০ কোটি ডলার (বাংলাদেশী মুদ্রায় প্রায় ৪ লক্ষ ৫৩ হাজার কোটি টাকা)। অন্যদিকে ফোর্বসের ‘রিয়েল-টাইম বিলিয়নেয়ার’-এর তালিকাতেও অধঃপতন রোখা যায়নি। সূত্র: টাইমস নাউ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন