ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, দেশের মানুষ দুঃশাসন থেকে মুক্তি চায়। আমরা দেশের মানুষের মুক্তির জন্য রাজনীতি করছি। মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতিতে গুণগত পরিবর্তনের লক্ষ্যে আমরা দেশের মানুষকে মুক্তি দিতে চাই। দেশের মানুষ বৈষম্য ও দুঃশাসন থেকে মুক্তি চায়। সরকারি দলের উপজেলা পর্যায়ের নেতারাও বিদেশে টাকা পাচার করছে। ফলে দেশে সঙ্কট মারাাত্মক আকার ধারণ করছে।
আজ শুক্রবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের ওয়ারী থানা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। থানা সভাপতি হাফেজ মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারী ইঞ্জিনিয়ার জিয়াউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর দক্ষিণ সহ-সভাপতি আলহাজ আলতাফ হোসেন, সেক্রেটারী ডা. শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা কেএম শরীয়াতুল্লাহ, দপ্তর সম্পাদক অধ্যাপক ফজলুল হক মৃধা, সদস্য হাজী মোহাম্মদ মানোয়ার খান, নির্মাণ শ্রমিকনেতা আলহাজ্ব নজরুল ইসলাম, সমাজসেবক খন্দকার মাহমুদুল হাসান।
মহাসচিব ইউনুছ আহমাদ বলেন, সরকারি দলের উপজেলা পর্যায়ের নেতারাও বিদেশে টাকা পাচার করছে। সরকারি দলের উপজেলা পর্যায়ের নেতারা হাজার কোটি টাকার মালিক হয়ে গেছেন। তাদের দেশে টাকা রাখার জায়গা নেই, তারা বিদেশে টাকা পাচার করছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন