শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

পটুয়াখালী‌তে ছাত্রলী‌গের হামলা‌য়ে যুবদল ও ছাত্রদ‌লের ৩‌নেতা‌ আহত

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৪৭ এএম

পটুয়াখালী শহ‌রের বনানী এলাকায় যুবদল ও ছাত্রদ‌লের তিন নেতাকে পি‌টি‌য়ে গুরুতর জখম ক‌রার অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে ছাত্রলী‌গের বিরু‌দ্ধে। আহতরা হ‌লেন পটুয়াখালী সদর থানা যুবদ‌লের আহবায়ক রিমু, সদর থানা ছাত্রদ‌লের আহবায়ক মোঃ জাকা‌রিয়া, জেলা ছাত্রদ‌লের সদস‌্য মোঃ মাছুম। আহত তিনজন‌কে পটুয়াখালী হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। ত‌বে আহত‌দের অ‌ভি‌যোগ অস্বীকার ক‌রছেন ছাত্রলী‌গের সাধারণ সম্পাদক তান‌ভির হাসান আ‌রিপ।


আহত সদর থানা যুবদ‌লের আহবায়ক রিমু জানান, রাত সাড়ে ১০টার দি‌কে বনানী এলাকার আমা‌দের দলীয় কার্যালয়ের পা‌শেই চা‌য়ের দোকা‌নে আড্ডা দি‌ছি‌লাম। এ সময় কিছু বু‌জে ওঠার আ‌গেই আচমকা জেলা ছাত্রলী‌গের সাধারণ সম্পাদক আ‌রি‌পের নেতৃ‌ত্বে ১০/১৫জ‌নের এক‌টি সন্ত্রাসী দল আমা‌দের উপর হামলা চালায়। লা‌ঠি হ‌কি‌ষ্টিক দি‌য়ে এ‌লোপাতা‌রি আমা‌দের উপর হামলা চালি‌য়ে বীরদ‌র্পে জয়বাংলা শ্লোগান দি‌য়ে চ‌লে যায়।

ত‌বে এ অ‌ভি‌যোগ অস্বীকার ক‌রে জেলা ছাত্রলী‌গের সাধারণ সম্পাদক তান‌ভির হাসান আ‌রিপ জানান, ছাত্রলী‌গের কোন নেতাকর্মী কোন হামলার সা‌থে জ‌ড়িত না। য‌দি হামলা বা আহত হ‌য়ে থাকে ত‌বে তা তাদের অভ‌্যন্তরীন কোন্দ‌লের কার‌ণেই হ‌তে পা‌রে। আমরা এ ঘটনার সা‌থে জ‌ড়িত না।

জান‌তে চাই‌লে সদর থানার ও‌সি মনিরুজ্জামান জানান, লোকমু‌খে ঘটনা শুন‌ছি ত‌বে কে বা কারা আহত হ‌য়ে‌ছে তা জানার জন‌্য হাসপাতা‌লে লোক পাঠা‌নো হ‌য়ে‌ছে। আমরাও শহ‌রে আ‌ছি মুভ‌মেন্ট কর‌তে‌ছি। দেখ‌তে‌ছি সেখা‌নে কি হ‌য়ে‌ছিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন