শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রাজবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

রাজবাড়ী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:০৬ পিএম

রাজবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১ টায় রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন, রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান। বিশেষ অতিথি ছিলেন, রাজবাড়ী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফজলুল হক সরদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রকিবুল হাসান পিয়াল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) নুর জাহান আক্তার সাথী। অন্যানের মধ্যে বক্তৃতা করেন, স্বর দই উৎপাদক নিয়ামুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন, রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খায়ের উদ্দিন আহমেদ। মুল প্রবন্ধ উপস্থাপন করেন, রাজবাড়ী কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডা. কামাল বাসার। দেশী বিদেশী গবাদিপশু, বিভিন্ন পাখি, কবুতর, হাঁস মুরগী, ঘাস সহ ৫০ টি স্টল প্রদর্শনী করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন