শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

যোগাযোগ ব্যবস্থপনায় সর্বাধিক গুরুত্ব দিচ্ছে সিসিক, মেয়র আরিফ

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:২৬ পিএম

সিলেটকে একটি আধুনিক স্মার্ট নগর হিসেবে গড়ে তুলেতে সিলেট সিটি কর্পোরেশন সর্বাধিক গুরুত্ব দিচ্ছে যোগাযোগ ব্যবস্থাপনার উপর। এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে নগরীর যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে জোর দেয়া হচ্ছে জানান সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। এরই ধারাবাহিকতার নগরীর প্রধান সড়কের পাশাপাশি পাড়া গলির সড়ক সমূহও আধুনিকায়ন করা হচ্ছে।

আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি ২০২৩) সিলেট নগরের ৭ নম্বর ওয়ার্ডের ৩টি সড়ক ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন শেষে সিসিক মেয়র বলেন, নগরবাসির জন্য নিরাপদ সড়ক যোগাযোগ নিশ্চিত করতেই সড়কের পাশাপাশি ড্রেন উন্নয়নের কাজও করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে চলমান উন্নয়ন প্রকল্প সময়হের কাজ শেষ করতে সংশ্লিষ্টদের তাগিদ দেন সিসিক মেয়র। এসময় তিনি গৌছ উদ্দিন স্কুল সড়ক, আব্বাসিয়া মসজিদ সড়ক ও পীর মহল্লা সড়ক প্রশস্তকরণ, আরসিসিকরণ ও ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন। প্রকল্পগুলোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিসিক কাউন্সিলর আফতাব হোসেন খান ও ৭ নম্বর ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন