ভাষার মাসে সব মায়ের ভাষার প্রতি শ্রদ্ধা জানাতে ‘মায়ের ভাষা’ নামে একটি কর্মসূচি শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএলের গৃহস্থালি পণ্যের ব্র্যান্ড আরএফএল হাউজওয়্যার। শনিবার (২৫ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
‘মায়ের ভাষাতেই আপন পরিচয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এই কর্মসূচির মাধ্যমে বুঝানো হয়েছে, আঞ্চলিক ভাষাতে কথা বলা মানেই সংকীর্ণতা নয়, অনাধুনিকতা নয় বরং আঞ্চলিক ভাষার মাঝেই লুকিয়ে থাকে মানুষের আত্মপরিচয়।
আরএফএল হাউজওয়্যার এর বিপণন বিভাগের প্রধান ইসফাকুল হক বলেন, “মানুষ সব ভুলতে পারলেও তার নিজের শেকড়ের পরিচয় ভুলতে পারে না। মায়ের ভাষা মানুষের শেকড়ের পরিচয় দেয়। তাই আঞ্চলিক ভাষা যেন হারিয়ে না যায়, সেই বিষয়ে সচেতনতা গড়ে তুলতেই আমাদের এই কর্মসূচি। কর্মসূচির আওতায় রিদমিক কিবোর্ড এর সাথে সমন্বয় করে দেশের ১১ টি আঞ্চলিক ভাষায় বিভিন্ন ধরনের স্টিকার তৈরি করা হয়েছে। এর মাধ্যমে স্মার্টফোন ব্যবহারকারীরা এই কিবোর্ড ব্যবহার করে পছন্দের আঞ্চলিক ভাষার মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের মনের ভাব তুলে ধরতে পারবেন”।
তিনি আরো বলেন, আরএফএল চায়, আঞ্চলিক ভাষাকে ঘিরে মানুষের মধ্যে যে সংকোচ কাজ করে তা দূর করতে। আরএফএল হাউজওয়্যার এর আগেও ভাষার মর্যাদা রক্ষায় বিভিন্ন কর্মসূচি নিয়েছে এবং আগামীতেও এ বিষয়ে কাজ করে যাবে।
কর্মসূচির অংশ হিসেবে ২১ ফেব্রুয়ারি প্রথমবারের মত দেশের বিভিন্ন টেলিভিশন এবং রেডিওতে সংবাদের এবং অনুষ্ঠানের শুরুতেই উপস্থাপকরা আঞ্চলিক ভাষায় সংবাদ এবং অনুষ্ঠান দেখার জন্য দর্শক ও শ্রোতাদের আমন্ত্রণ জানান। এছাড়াও আরএফএল হাউজওয়্যারে ফেসবুক পেজ ও বিভিন্ন অনলাইন মাধ্যমে আঞ্চলিক ভাষায় ভিডিও কন্টেন্ট নির্মাণ করেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন