শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

স্বাস্থ্যসেবা ও বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন বিষয়ে এআইআইবি‘র সাথে রাসিক মেয়রের মতবিনিময়

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:৩৬ পিএম

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস-প্রেসিডেন্টের অ্যাডভাইজর এন্ড্রু লান স্মিথ এবং কোরিয়ার কাইষ্ট কলেজ অব বিজনেস এর আর্ন্তজাতিক কমপেটিটিভ বিডিং এবং গ্লোবাল পাবলিক প্রকিউরিমেন্ট ম্যানেজমেন্ট প্রোগ্রাম এর চেয়ার অব ইকনোমিকস ও চেয়ার প্রফেসর ম্যান কি কিম। মতবিনিময় সভায় রাজশাহী সিটি করপোরেশনের চিকিৎসাসেবা ও বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন ও রিভার সিটি নিয়ে আলোচনা করা হয়। সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের বর্তমান স্বাস্থ্যসেবা, বর্জ্য ব্যবস্থাপনা ও স্বপ্নের রিভার সিটি নিয়ে প্রেজেন্ট্রেশন উপস্থাপন করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভায় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, এমিনেন্স এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো: শামীম হায়দার তালুকদার, সচিব মো: মশিউর রহমান, প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নূর-সাঈদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএফএম আঞ্জুমান আরা বেগম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো: মামুন,নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট, সহকারী প্রকৌশলী অনন্য ইসলাম নির্ঝর, নগর পরিকল্পনাবিদ বনি আহসান, স্থপতি জহুরুল ইসল অনন্ত, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, শিক্ষা কর্মকর্তা আল মাহমুদ রনি, পরিচ্ছন্ন কর্মকর্তা (মনিটরিং) সাজ্জাদ আলী, সার্ভেয়ার রক্তাভো রহমান। #

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন