বৃহস্পতিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৩ আশ্বিন ১৪৩০, ১২ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

পুলিশের পেশাদারিত্ব ও দক্ষতা বৃদ্ধি পেলে জাতি উপকৃত হবে: ভিসি ড. মশিউর রহমান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:৩১ পিএম

পুলিশের পেশাদারিত্ব ও দক্ষতা বৃদ্ধি পেলে জাতি উপকৃত হবে বলে মনে করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. মশিউর রহমান। তিনি বলেন, উচ্চশিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ পুলিশ বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রায়োগিক অপরাধ বিজ্ঞান অধ্যয়নের মাধ্যমে পুলিশ বাহিনীর সদস্যরা নিজেদের সমৃদ্ধ ও উৎকর্ষ সাধন করতে পারবে। তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দেশ ও জাতি উপকৃত হবে। দেশপ্রেমিক ও সুনাগরিক তৈরি হবে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর পুলিশ স্টাফ কলেজে মাস্টার অব অ্যাপলাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট এর ৭ম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মাস্টার অব অ্যাপলাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট কোর্সটি পুলিশ স্টাফ কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হয়।

দেশের প্রথিতযশা সমাজবিজ্ঞানী ড. মশিউর রহমান বলেন, অপরাধ বিজ্ঞান বিষয়টি অধ্যয়নের মাধ্যমে এই কোর্সে ভর্তি হওয়া শিক্ষার্থীরা নতুন জ্ঞানের সঙ্গে পরিচিত হবেন। প্রায়োগিক অনেক বিষয় পড়াশোনার মাধ্যমে নতুন নতুন বিষয়ে সঙ্গে এই শিক্ষার্থীদের পরিচয় ঘটবে। শুধু তাই নয়, তারা নিজেদের আরও বেশি যোগ্য করে গড়ে তুলতে পারবেন। এটি তার পেশাদারিত্বকে বৃদ্ধি করবে। আর পেশাদারিত্ব বৃদ্ধি পেলে তার মধ্যে দেশপ্রেম তৈরি হবে। পেশাদায়িত্ব এবং দক্ষতার সঙ্গে পুলিশের প্রশিক্ষণে দেশপ্রেমের সংযোগ ঘটবে। তার মধ্য দিয়েই জাতি গঠনে অনন্য অবদান রাখতে পারবে বাংলাদেশ পুলিশ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুটিনাইজেশন অব ক্যারিশমার কথা উল্লেখ করে ভিসি ড. মশিউর রহমান বলেন, বঙ্গবন্ধুর চিরন্তন আদর্শের ধারার পথ ধরে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে যে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছেন, তাঁর নেতৃত্বে আগামীর বাংলাদেশ নতুন উচ্চতায় পৌঁছাবে। আমরা অর্জন করতে পারবো কাক্সিক্ষত লক্ষ্য।’ মাস্টার অব অ্যাপলাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট ৭ম ব্যাচে পুলিশ বাহিনীসহ বিভিন্ন পেশার ৫০ জন শিক্ষার্থী ভর্তি হন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এতে সভাপতিত্ব করেন পুলিশ স্টাফ কলেজের রেক্টর ড. মল্লিক ফকরুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা জানিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন এসডিএস রেজাউল হক। এছাড়া এসডিএস ড. এএফএম মাসুম রাব্বানী বক্তব্য প্রদান করেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন