ভারতের পশ্চিমবঙ্গে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িবহরে হামলা হয়েছে। গতকাল শনিবার তিনি কোচবিহারে বিজেপির স্থানীয় কার্যালয়ে যাওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
নিশীথের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা এ হামলায় নেতৃত্ব দিয়েছেন। এ হামলায় তার গাড়ির কাচ ভেঙে গেছে। পরবর্তীতে জড়ো হওয়া মানুষজনকে ছত্রভঙ করতে কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পুলিশ।
নিশীথ কোচবিহারের একজন সংসদ সদস্য। তিনি বলেন, ‘একজন মন্ত্রী এখানে নিরাপদ নয়। আপনি একজন সাধারণ মানুষের কষ্টটা ভাবতে পারেন! এ হামলায় বাংলার গণতন্ত্রের স্বরূপ সামনে এসে গেছে।’
এনডিটিভির খবরে বলা হয়, কোচবিহারে ভারতীয় সীমান্তরক্ষীর (বিএসএফ) গুলিতে এক আধিবাসী নাগরিকের মৃত্যুর জেরে নিশীথের বিরুদ্ধে ক্ষোভ সৃষ্টি হয়েছে। সম্প্রতি তার বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেয় তৃণমূল কংগ্রেস। এ ছাড়া ওই এলাকায় তাকে দেখামাত্র কালো পতাকা প্রদর্শন করা হবে বলেও জানিয়েছিলেন তৃণমূল নেতা উদয়ন গুহ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন