শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

আইনমন্ত্রীর পদত্যাগ ও ঢাকা আইনজীবী সমিতির পুনঃনির্বাচনের দাবীতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ

রাজবাড়ী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:১৬ পিএম

আইনমন্ত্রীর পদত্যাগ ও ঢাকা আইনজীবী সমিতির পুনঃনির্বাচনের দাবীতে রাজবাড়ীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ ফেব্রুয়ারী) সকালে রাজবাড়ী জেলা বার এসোসিয়েশন ভবনের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আইনমন্ত্রীর পদত্যাগ ও ঢাকা আইনজীবী সমিতির পুনঃনির্বাচনের দাবীতে বিক্ষোভ সমাবেশে জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের সভাপতি এ্যাডঃ সহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন, জেলা বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. কামরুল আলম, কালুখালী উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. রকিবুল হাসান রুমা, সাংগঠনিক সম্পাদক এ্যাড. সাইফুজ্জামান খান আজম, জেলা বারের নির্বাচিত সদস্য এ্যাড. তুহিন শেখ প্রমুখ।
বক্তারা বলেন, দ্রুত আইনমন্ত্রীকে পদত্যাগ ও ঢাকা আইনজীবি সমিতির পুণঃনির্বাচন দিতে হবে। নইলে সারা দেশে আইনজীবিদের কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন