বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

গুচ্ছের বাইরে আসার ঘোষণা ইবি শিক্ষকদের

ইবি সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:৩৫ পিএম

গুচ্ছ পদ্ধততে বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়াকে ভোগান্তিপূর্ণ দাবি করে এর বিপক্ষে অবস্থান নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতি।

রোববার (২৬ ফেব্রুয়ারি) সমিতির কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সাথে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।

সমিতির সভাপতি প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে লিখিত বক্তব্য পেশ করেন সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. তপন কুমার জোদ্দার। তিনি বলেন, গত ২০২০-২১ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি নিরসনের প্রত্যাশা ছিল। তবে কিন্তু এ ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের ভোগান্তি ও দীর্ঘসূত্রিতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। কিন্তু সমন্বিত ভর্তি পরীক্ষা সংক্রান্ত কেন্দ্রীয় কমিটির সভায় ইবি ভিসির অংশগ্রহণ ও পরে ২২টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ সংক্রান্ত খবর ইবি শিক্ষকদের মাঝে বিরূপ প্রভাব ফেলেছে। ফলে আমরা সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ না করার বিষয়টি দৃড়ভাবে ব্যক্ত করছি। সংবাদ সম্মেলনে ইবি সাংবাদিক সমিতি ও প্রেস ক্লাবে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন