অবৈধ ওয়াকিটকি সেট বিক্রিকারী চক্রের মূলহোতা মো. রাসেল আহমেদকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাব-৩।
সোমবার রাতে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামীর কাছ থেকে ৬ টি ওয়াকিটকি এবং ১ টি ওয়াকিটকি সেটের চার্জার উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
র্যাব-৩ এর অধিনায়ক জানান, গ্রেপ্তার রাসেলআইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে ওয়াকিটকি সেট বিক্রি করে আসছে।
লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, বিভিন্ন অপরাধী চক্রের সদস্যরা ধরা-ছোয়ার বাইরে থাকার উদ্দেশ্যে এসব ওয়াকিটকি সেট কিনে বিভিন্ন ধরনের অপরাধ মূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। এসব অপরাধী চক্রের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন