শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

পঞ্চগড়ে আঞ্চলিক ইজতেমা শুরু বৃহস্পতিবার

পঞ্চগড় জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২৩, ২:১২ পিএম

জেলাভিত্তিক আঞ্চলিক ইজতেমার অংশ হিসেবে পঞ্চগড়ে জেলা ইজতেমা আগামী বৃহস্পতিবার (২মার্চ) বাদ ফজর আম বয়ানের মাধ্যমে শুরু হবে।

তিন দিনব্যাপী এবারের ইজতেমা পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার এন এন সরকারি হাইস্কুল মাঠে আয়োজন করেছে জেলা তাবলীগ জামায়াতের মুরব্বিরা।
ইজতেমার মাঠ ও অবকাঠামো তৈরিতে গত ১০ দিন যাবত তাবলীগের কয়েকটি জামায়াত শতাধিক মানুষ স্বেচ্ছাশ্রমে কাজ করছে।এতে ৫০ হাজার মানুষ বসে ও ১৫-১৬ হাজার মানুষ শুয়ে থাকতে পারবেন।আগামী শনিবার (৪ মার্চ ) যোহরের নামাজের আগে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনব্যাপী এ ইজতেমা।

ইজতেমায় পঞ্চগড় জেলা ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে মুসল্লিরা এবং আরব,তিউনিশিয়া,সুদানসহ কয়েকটি দেশের মুরব্বিরা অংশগ্রহণ করবেন।

জেলার এ ইজতেমার দায়িত্বে থাকা জিম্মাদার জানান, বাংলাদেশসহ কয়েকটি দেশ থেকে আসা তাবলিগের মুরব্বিরা ৩ দিনব্যাপী এ জেলা ইজতেমায় গুরুত্বপূর্ণ দ্বীন ও ঈমানি বয়ান পেশ করবেন।
ইজতেমার মাঠে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে দেবীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জু আহমেদ জানান,নিরাপত্তার জন্য আমাদের পাঁচটা পার্টি সবসময় মাঠে থাকবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন