শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চট্টগ্রামে সাংবাদিক-পেশাজীবী সমাবেশ শুক্রবার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২৩, ১০:৩৮ পিএম

দৈনিক দিনকালের ডিক্লারেশান বাতিলের প্রতিবাদ এবং সকল বন্ধ গণমাধ্যম খুলে দেয়ার দাবিতে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে)’র উদ্যোগে আগামীকাল শুক্রবার (৩ মার্চ) বিকাল ৩টায় সাংবাদিক-পেশাজীবি সমাবেশ অনুষ্ঠিত হবে।
নগরীর লাভ লেইনস্থ নুর আহমদ সড়কের সিএমইউজে মিলনায়তনে আয়োজিত সাংবাদিক-পেশাজীবী সমাবেশে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি এম আবদুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএফইউজে মহাসচিব নুরুল আমীন রোকন ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী।

উক্ত সাংবাদিক-পেশাজীবী সমাবেশে যোগদান করে সমাবেশকে সফল করে তোলার জন্য সর্বস্তরের পেশাজীবীদের প্রতি অনুরোধ জানিয়েছেন সিএমইউজে সভাপতি মো. শাহনওয়াজ ও সাধারণ সম্পাদক সালেহ নোমান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন