দৈনিক দিনকালের ডিক্লারেশান বাতিলের প্রতিবাদ এবং সকল বন্ধ গণমাধ্যম খুলে দেয়ার দাবিতে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে)’র উদ্যোগে আগামীকাল শুক্রবার (৩ মার্চ) বিকাল ৩টায় সাংবাদিক-পেশাজীবি সমাবেশ অনুষ্ঠিত হবে।
নগরীর লাভ লেইনস্থ নুর আহমদ সড়কের সিএমইউজে মিলনায়তনে আয়োজিত সাংবাদিক-পেশাজীবী সমাবেশে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি এম আবদুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএফইউজে মহাসচিব নুরুল আমীন রোকন ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী।
উক্ত সাংবাদিক-পেশাজীবী সমাবেশে যোগদান করে সমাবেশকে সফল করে তোলার জন্য সর্বস্তরের পেশাজীবীদের প্রতি অনুরোধ জানিয়েছেন সিএমইউজে সভাপতি মো. শাহনওয়াজ ও সাধারণ সম্পাদক সালেহ নোমান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন