শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

আইডিয়াল কলেজের সাইনবোর্ড খুলে নিয়ে গেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২৩, ১১:৩৮ এএম

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আইডিয়াল কলেজের সাইনবোর্ড খুলে নিয়ে গেছে ঢাকা কলেজের একদল শিক্ষার্থী।

ঢাকা কলেজের শিক্ষার্থী শামীম জানান, 'আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা আমাদের কলেজের বাস ভাঙচুর করেছে শুনে আমরা আইডিয়াল কলেজের সাইনবোর্ড খুলে ফেলেছি। প্রতিশোধ নিতেই আমরা এটা করেছি।'

নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী একজন বলেন, 'একদল শিক্ষার্থীকে আইডিয়াল কলেজের সাইনবোর্ড নিয়ে যেতে দেখেছি। আইডিয়াল কলেজের গেট ভেঙে ওই শিক্ষার্থীরা উদযাপন করছিল। তারা সাইনবোর্ড টেনে ঢাকা কলেজের দিকে নিয়ে যাচ্ছিল।'

এর আগে, বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় ও আশপাশের এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

হাসপাতাল সূত্র জানিয়েছে, আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন