বাংলা আমাদের মাতৃভাষা। কিন্তু এই ভাষায় কথা বলার অধিকার আমরা এমনি এমনি পাইনি, বরং নিজের ভাষায় মনের ভাব প্রকাশের অধিকারের জন্য আমাদের আন্দোলন-সংগ্রাম করতে হয়েছে। রক্ত দিতে হয়েছে। জীবন দিতে হয়েছে। শুধুমাত্র ভাষার জন্য এত ত্যাগ স্বীকার পৃথিবীতে অন্য কোথাও আর নেই। অথচ, দুঃখজনক বিষয় হলেও সত্য, অতি কষ্টে অর্জিত এই বাংলা ভাষার ব্যবহার অনেক স্থানেই করা হয় না। আবার কখনও কখনও ব্যবহার করা হলেও প্রায়ই বাংলা ভাষার অশুদ্ধ ব্যবহার পরিলক্ষিত হয়। দেশের বিভিন্ন প্রতিষ্ঠান, দোকানপাট, শিল্পকারখানা ইত্যাদিতে অধিকাংশ সময়ই বাংলা ভাষার পরিবর্তে ভিন দেশীয় ভাষার ব্যবহার করা হয়। অনেকেই আবার বাংলা ভাষার ব্যবহার করাকে এখন আন স্মার্টনেস মনে করেন। এজন্য সমাজের অধিকাংশ মানুষই ভিন দেশীয় ভাষার ব্যবহার ও শিক্ষা গ্রহণে তৎপর। যা কখনই কাম্য নয়। এটা কি বাংলা ভাষার প্রতি সম্মান প্রদর্শন করা হল? যারা বাংলা ভাষার জন্য আত্মত্যাগ করেছেন তাদের আত্মত্যাগের কোনো মূল্য দেওয়া হল? না কখনই না। তাই দেশের সকল স্থানে, সকল ক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার চাই এবং শুদ্ধ বাংলা ভাষা চর্চার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা এখন সময়ের দাবি। আসুন, মাতৃভাষা বাংলার শুদ্ধ ব্যবহার নিশ্চিত করি, ভিন দেশি ভাষার ওপর বাংলা ভাষার সম্মান অক্ষুণœ রাখি।
মেহেদী হাসান বিপ্লব
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন