শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সীতাকুণ্ডের কদমরসুলে বিকট শব্দে কেঁপে উঠলো এলাকা, সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ,নিহত ৬ ও আহত একাধীক

সীতাকুণ্ড (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২৩, ৯:০২ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি কারখানায় বয়াবহ অক্সিজেন বিস্ফোরণের ঘটনা ঘটেছে।এঘটনায় অন্তত ৬জন নিহত হয়েছে।আহতদের চট্টগ্রামের বিভিন্ন মেডিকেল ক্লিনিকে ভর্তি করা হয়েছে এবং হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। অক্সিজেন বিস্ফোরণের বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ শাহাদাত হোসেন নিশ্চিত করেছেন।আজ (৪ মার্চ)শনিবার বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল (কেশবপুর) এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে এ বিস্ফোরণের ঘটনাটি ঘটে।এদিকে সীতাকুণ্ড ও কুমিরাসহ ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রন ও ইদ্ধার কার্যক্রম চালাচ্ছে তারা।সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা মো. ফজলে রাব্বি বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল (কেশবপুর) এলাকায় অবস্থিত সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।বিস্ফোরণের খবর পেয়ে সীতাকুণ্ড ও কুমিরাসহ ফায়ার সার্ভিসের আরো কয়েকটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছেন।এদিকে স্থানীয়রা জানান সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে পুরো এলাকাটি হঠাৎ বিকট শব্দে কেঁপে উঠে।ছড়িয়ে পড়ে এলাকায় আতঙ্কও ।তাদের দাবী এঘটনায় নিহত ছাড়াও আহত হয়েছে একাধীক লোক ।এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ বলেন কদমরসুল (কেশবপুর) এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহতদের চিকিৎসার জন্য আ্যাম্বুলেন্স করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তবে হতাহতের সংখ্যা এই মহুর্তে পুরোপুরি জানা যায়নি।পরে জানাতে পারবো।এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা এ পর্যন্ত ৬জন নিহত হয়েছে বলে জানতে পেরেছি।উদ্ধার কাজ এখনো চলছে ।পুরো হতাহতের খবর পরে জানা যাবে।উদ্ধার কার্যক্রম চলছে। তারিখঃ-৪/৩/২০২৩ শেখ সালাউদ্দিন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন