শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রাঙামাটিতে বিভিন্ন প্রকল্প পরিদর্শনে করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস

রাঙামাটি থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০২৩, ৩:৪০ পিএম

মার্কিন দূতাবাসের অর্থায়ন ও ইউএনডিপির তত্ত্বাবধানে রাঙামাটিতে বিভিন্ন প্রকল্প পরিদর্শনে করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। রোববার (৫ মার্চ) সকালে রাঙামাটি সফরের অংশ হিসেবে তিনি বন বিভাগের কাপ্তাই রেঞ্জর আওতাধীন ব্যঙছড়ি বনফুল রেস্ট হাউসে আসলে তাঁকে অভ্যর্থনা জানান রাঙামাটি অঞ্চলের বন সংরক্ষক মো. মিজানুর রহমান।
এসময় চট্টগ্রামের বন সংরক্ষক বিপুল চন্দ্র দাশ, পার্বত্য চট্টগ্রম উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা অজিত কুমার রুদ্র, দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা শালেহ মো. শোয়েব খান, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দেসহ মার্কিন রাষ্ট্রদূতের ১৫ সদস্য বিশিষ্ট সফরসঙ্গী দল উপস্থিত ছিলেন।
পরে প্রকল্পের কার্যক্রম বিষয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় বিভাগীয় বন কর্মকর্তা, রেঞ্জ ও বিট কর্মকর্তাদের সঙ্গে রাষ্ট্রদূত মতবিনিময় করেন। শেষে বনফুল রেস্ট হাউজ প্রাঙ্গনে একটি বকুল ফুল গাছের চারা সৃজন করেন রাষ্ট্রদূত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন