বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বঙ্গবন্ধু রেল সেতুর মালামাল নিয়ে মোংলায় ভিড়েছে এম ভি হাইডং

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০২৩, ৩:৫৫ পিএম

বঙ্গবন্ধু রেলওয়ে ব্রিজের মেশিনারি পণ্য নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে পানামা পতাকাবাহী ‘এম ভি হাইডং-৯ জাহাজ। আজ রোববার দুপুর ১২ টায় বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙ্গর করে জাহাজটি। জাহাজে সেতুর ১৫৫৬ মেট্রিকটন স্টীল স্ট্রাকচার আনা হয়েছে।
জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টীমশিপের ব্যবস্থাপক মোঃ ওহিদুজ্জামান বলেন, দুই সপ্তাহ আগে ভিয়েতনাম থেকে ১৭১ প্যাকেজের এক হাজার ৫৫৬ মেট্রিকটন মেশিনারি পণ্য নিয়ে জাহাজটি ছেড়ে আসে। তাদের কোম্পানির এটি নবম চালান। জাহাজ নোঙরের পরপরই খালাসের কাজ শুরু হয়েছে। দ্রুত এগুলো নৌ পথে সিরাজগঞ্জে প্রকল্প স্থানে পাঠানো হবে। এর আগে গত ২১ ফেব্রুয়ারি এই রেলসেতুর তিন হাজার ১৩৪ দশমিক ১০৬ মেট্রিকটন স্টীল পাইপ নিয়ে মোংলায় আসে পানামা পতাকাবাহী এম ভি জুপিটার জাহাজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন