যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আগামী সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, আমাদের সবাইকে ক্লীন, গ্রীন ও স্মার্ট সিলেট সিটি কর্পোরেশনের গঠনের লক্ষে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কাজ করতে। আপনাদের সহযোগিতা ও সমর্থন পেয়ে আমি মেয়র নির্বাচিত হলে এমএজি ওসমানী মেডিকেল কলেজ মাঠকে সুন্দর এবং বর্ণিলভাবে সাজানোর জন্য কাজ করবো। তিনি আরো বলেন, একটি সুস্থ জাতি দেশের উন্নয়নের অন্যতম নিয়ামক। সুস্থতা রক্ষায় খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শিক্ষার্থীসহ যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে গড়ে তুলতে হবে। আজ রোববার (৫ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রথম বর্ণমালা ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
সিলেট মহানগর তাতী লীগের সাধারণ সম্পাদক শেখ আবুল হাসনাথ বুলবুলের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আরিফ আহমেদ, বিশিষ্ট ক্রীড়া সংগঠক হাসান আলী বাদল, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক শহীদ চৌধুরী, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, ৩নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আবির হাসান রানা। আয়োজক কমিটির পক্ষে বক্তব্য রাখেন, সোহানুর রহমান সোহান। এছাড়াও এলাকার গণ্যমানী ব্যক্তিবর্গ, বিশিষ্ট মুরব্বী ও যুব সমাজের বিপুল সংখক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই টুর্নামেন্টের ১৬টি দল অংশগ্রহণ করেছে। উদ্বোধনী খেলায় গোয়ালাবাজার তামিম একাদশ বনাম বাগবাড়ি একাদশের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন