পঞ্চগড় বাজারে চড়া মূল্যে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি।এখনও বাজারে ৩০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। এর মধ্যে করলা,ঢেঁড়স,পটলের দাম প্রতি কেজি ৮০ টাকা । মঙ্গলবার (৭ মার্চ)শহরের বিভিন্ন কাঁচা বাজার ঘুরে দেখা গেছে, সবজির দাম এখনও কমেনি। বরং কিছু কিছু সবজির দাম আরও বেড়েছে। এ নিয়ে বাজার করতে আসা সাধারণ ক্রেতাদের হতাশা প্রকাশ করতে দেখা গেছে। বিক্রেতারা বলছে,নতুন নতুন সবজি বাজারে কম আসায় দাম বেশি।
সরেজমিন ঘুরে দেখা গেছে, করলা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকায়,ঢেঁড়স প্রতি কেজি ৮০ টাকা,পটল প্রতি কেজি ৭০ টাকা,পাটশাক প্রতিকেজি ৬০ টাকা,কাঁচা মরিচ প্রতি কেজি ১০০ টাকা,নতুন রসুন প্রতি কেজি ১০০ টাকা,শিম প্রতি কেজি মান ভেদে ৩০ থেকে ৪০ টাকায়,শশা প্রতি কেজি ৩০ টাকায়,গাজর প্রতি কেজি ৩০ টাকা,বেগুন প্রতি কেজি ৩০ থেকে ৩৫ টাকা,মিষ্টি কুমড়া প্রতি কেজি ২৫-৩০ টাকা,কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকা,লাউ প্রতি পিস ৩০ টাকায় বিক্রি হচ্ছে।
পঞ্চগড় শহরে কাঁচা বাজার করতে আসা তরিকুল ইসলাম জানান,বেশ কিছুদিন ধরে অতিরিক্ত দামে সবজি কিনে খাচ্ছি। এমন কোনো সবজি নেই বাজারে যার দাম ৩০ টাকার নিচে। আমাদের মতো নি¤œআয়ের মানুষের আলু ছাড়া অন্য সবজি হাতের নাগালের কেনার ক্ষমতা চলে যাচ্ছে।
শহরের রফিকুল, শহিদুলসহ কয়েকজন কাঁচা বাজারের সবজি বিক্রেতা বলেন,
কেনার পর নানা ধরনের খরচ রয়েছে, সবমিলিয়ে আমরা যখন খুচরা দামে সবজি বিক্রি করছি তখন এ দামটা বেড়ে যাচ্ছে।তারা আরও জানায়,খেতের নতুন ফসল এগুলো তাই চাহিদার তুলনায় মালের ঘাটতি।ঘাটতি পুরন হলেই দাম কমে আসবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন