বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

দ্বিতীয় দফায় সিলেট বিভাগে ৪৬ ইউনিয়নে নির্বাচন

প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

সিলেট অফিস : দ্বিতীয় দফায় সিলেট বিভাগে ৪৬ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ৩১ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
তফসিল অনুযায়ি সিলেটের ইউনিয়ন পরিষদগুলো হল- সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর, পশ্চিম জাফলং, পূর্ব জাফলং, আলীর গাঁও, ফতেপুর, নন্দিরগাঁও, তোয়াকুল। কেম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর, পূর্ব ইসলামপুর, তেলিখাল, ইছাকলস, উত্তর রনিখাই, দক্ষিণ রনিখাই। সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ছাতক, চরমহলা, ইসলামপুর, কলারোকা, নোয়ারই, খুরমা (উত্তর), ভাত গাঁও, দোলার বাজার, খুরমা (দক্ষিণ), জাউয়াবাজার, সৈদেরগাঁও, ছৈলা আফজালাবাদ, সিংচাপইড়। মৌলভীবাজার জেলার বড়লেখ উপজেলার বড়লেখা, বার্ণি, দক্ষিণ শাহবাজপুর, দক্ষিণভাগ (দক্ষিণ), দাসের বাজার, নিজ বাহাদুরপুর, সুজা নগর, দক্ষিণভাগ (উত্তর), উত্তর শাহবাজপুর, তালিমপুর। জুড়ি উপজেলার গোয়ালবাড়ী, সাগরনাল, পূর্বজুড়ী, জাফরননগর, পশ্চিমজুড়ী। হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার আজমিরীগঞ্জ, বাদলপুর, জলসুখা, কাকাইলছিও, শিবপাশা।
প্রসঙ্গত, দ্বিতীয় দফায় ৬৮৪টি ইউনিয়ন পরিষদের মধ্যে সিলেটের ৪৬ ইউনিয়ন পরিষদ রয়েছে। চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত সদস্য পদে এই নির্বাচন হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২ মার্চ, যাচাই-বাছাই ৫ ও ৬ মার্চ। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৩ মার্চ। আর ভোটগ্রহণ হবে ৩১ মার্চ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন