বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইটি এন্ড টেলিকম

এক ফোনে দুই ব্যাটারি

| প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

এই প্রথম স্মার্টফোনে দুই ব্যাটারির খোঁজ মিললো। ফোনটি বাজারে এনেছে জিওনি। মডেল এম ২০১৭। এই স্মার্টফোনটিতে থাকছে ৩৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ক্ষমতাসম্পন্ন একজোড়া ব্যাটারি। শুধু তাই নয়, এই ব্যাটারি ফুরিয়ে গেলে যাতে ব্যবহারকারীদের অসুবিধা না হয় তার জন্য থাকছে ৩.০ কোয়ালকম কুইক চার্জ প্রযুক্তিও। উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্যাটারিযুক্ত এই ফোনটি একবার সম্পূর্ণ চার্জ দিলে ফোনটিতে ২৫.৮৯ ঘণ্টা একটানা ভিডিও দেখা যাবে। সঙ্গে থাকছে ৯১৫.৪২ ঘণ্টার স্ট্যান্ডবাই টাইম। এখানেই শেষ নয়, ফোনটিতে রয়েছে আরও অনেকগুলি চমকপ্রদ ফিচার্স। ফোনটিতে আছে ৫.৭ ইঞ্চির ডিসপ্লে। এতে আরও আছে  অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর ৬৫৩। র‌্যাম আছে ৬ জিবির। অ্যানড্রয়েড ৬.০ মার্শমেলো অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেল। রিয়ার ক্যামেরা দুইটি। একটি ১২ মেগাপিক্সেলের। অন্যটি ১৩ মেগাপিক্সেলের। ফোনটি চীনের বাজারে পাওয়া যাচ্ছে।
ইমরান খান

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন