হালের সবচেয়ে প্রয়োজনীয় গ্যাজেট স্মার্টফোন। এফোনটি ছবিসহ প্রয়োজনীয় ডেটা ডিলিট হয়ে যায় অনেক সময়। এ রকম পরিস্থিতিতে কিভাবে আপনি ফিরে পেতে আপনার ডিলিট হওয়া ছবি। প্রথমত, ফোনটি যখন সেট-আপ করবেন তখন প্রথমেই ডিফল্ট মেমরি হিসাবে মেমরি কার্ড সিলেক্ট করে রাখুন। তাতে ছবি ফেরত পাওয়ার সম্ভাবনা থাকে বেশি। বেশিরভাগ ক্ষেত্রে মোবাইল খারাপ হওয়াতে ফোন মেমরিতে থাকা ছবি এবং ডেটা ডিলিট হয়ে যায়।
কোনও ক্লাউড ড্রাইভে ব্যাকআপ রাখতে পারেন। তাতে ফোন বা মেমরি কার্ড খারাপ হলেও আপনার ডেটা এবং ছবি একেবারে ঠিকঠাক থাকবে।
ফোনটিতে কিছু প্রয়োজনীয় সফটওয়্যার রাখতে পারেন। পিকচার রিকভারি অংড়ভঃবপয চযড়ঃড় জবপড়াবৎু সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করতে পারেন। ইনস্টল হলে সফটওয়্যার কম্পিউটারে রান করুন। এবার যে ফোন বা ক্যামেরার মেমরি কার্ড থেকে ছবি এবং ডেটা ডিলিট হয়েছে তা কার্ড রিডারের সাহায্যে কম্পিউটারে যুক্ত করুন। কানেক্ট হওয়ার পর সফটওয়্যারে যে নতুন ড্রাইভ দেখাবে তা সিলেক্ট করুন। সফটওয়্যারে থাকা ‘স্ক্যান অ্যাকশন’ অপশনে ক্লিক করুন। কিছু ক্ষণের মধ্যে ডিলিট হওয়া ছবি আপনাকে দেখিয়ে দেবে।
স লিপন দাস
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন