শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

আইপিইউ সম্মেলন সুষ্ঠুভাবে আয়োজনের প্রস্তুতি চলছে -স্পিকার

| প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : স্পিকার ও সিপিএ এর চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ঢাকায় অনুষ্ঠিতব্য ১৩৬তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এর সম্মেলন সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের প্রস্তুতি চলছে। গতকাল বুধবার জাতীয় সংসদের নেদারল্যান্ডের  রাষ্ট্রদূত লিওনি কুয়েলেন্যারি স্পিকারের কার্যালয়ে  সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ কথা বলেন। আগামী ১ থেকে ৫ এপ্রিল এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে আইপিইউ এর সদস্য রাষ্ট্র গুলোর স্পিকার, ডেপুটি স্পিকারসহ পার্লামেন্টারিয়ানগণ অংশগ্রহণ করবেন। সাক্ষাতের সময় তাঁরা আসন্ন ১৩৬তম আইপিইউ সম্মেলন এবং দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। রাষ্ট্রদূত বাংলাদেশের বর্তমান আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রসংশা করেন এবং ভবিষ্যতে উন্নয়নের ধারা অব্যহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন