রাজশাহী ব্যুরো : রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) বর্ধিত হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি প্রত্যাহারের দাবিতে আগামী ১৪ জানুয়ারি গণ অনশন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এ গণ অনশন কর্মসূচির ঘোষণা নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনের মাধ্যমে। গতকাল দুপুরে নগরীর সোনাদীঘির মোড় এলাকার সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সংবাদ সম্মেলনের মাধ্যমে বলা হয়, আগামী ১৪ জানুয়ারি রাজশাহী মহানগরীর সাহেব বাজার বড় মসজিদের সামনে গণ অনশন কর্মসূচি পালন করা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদের আহ্বায়ক এনামুল হক ও সদস্য সচিব ফরিদ মাহমুদ হাসান, নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদের প্রচার সম্পাদক ও নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের সদস্য সচিব অ্যাডভোকেট হোসেন আলী পিয়ারা, নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের উপদেষ্টা আজমা চৌধুরী, ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি হারুন-উর-রশিদ প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন