টাঙ্গাইল জেলা সংবাদদাতা : কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলে বিএনপির ৫ জানুয়ারি কর্মসূচি পুলিশের লাঠিচার্জে পণ্ড হয়ে গেছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে শহরের ভিক্টোরিয়া রোডে দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুল আলম তোফার নেতৃত্বে নেতাকর্মীরা কালো পতাকা মিছিলের প্রস্তুতি নেয়। এ সময় পুলিশ লাঠিচার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। সেখান থেকে একজনকে আটকও করা হয়। এর আগে, সকাল থেকেই বিএনপির নেতাকর্মীরা কালো পতাকা মিছিল করার জন্যে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়েছিল। পরে নেতাকর্মীদের আটক করতে পুলিশ দলীয় কার্যালয় ও এর আশপাশ ঘিরে ফেলে তল্লাশি চালায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন