নেত্রকোনা জেলা সংবাদদাতা : নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রামপুর বাজার থেকে সাত জুয়াড়িকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। আজ শনিবার সকালে তাদের নেত্রকোনা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে তাদের গ্রেফতার করা হয়। এরা হচ্ছে আবু তাহের (২৪), রবিন ফকির (২৩), বাস্তব মিয়া (২৫), কাঞ্চন মিয়া (২৪), সাইদুল ইসলাম (২৪), মো. মিলন মিয়া (২৬) ও মো. তৌহিদ মিয়া (২৪)। জেলার কেন্দুয়া উপজেলার রামপুর বাজারে গতকাল শুক্রবার রাতে একটি দোকানে কয়েকজন জুয়া খেলছিল। গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা ডিবির এসআই তাহের উদ্দিন খান ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সাত জুয়াড়িকে গ্রেফতার করেন। এ ব্যাপারে ডিবির এসআই তাহের উদ্দিন খান বাদী হয়ে জুয়া আইনে তাদের বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় মামলা করেছেন।
নেত্রকোনা মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) এস এম মাছুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতার হওয়া জুয়াড়িদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন