বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের বোয়ালখালী সদরে আগুনে পুড়ে গেছে ৪টি দোকান।
শুক্রবার, ৬জানুয়ারী, সকাল সাড়ে নয়টার দিকে বোয়ালখালী থানা সংলগ্ন দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। এ আগুনের ঘটনায় ৪টি দোকানে প্রাথমিকভাবে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা। তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এতে ক্ষতির পরিমাণ ৮ লক্ষাধিক টাকা বলে জানান।
জানা যায়, শুক্রবার সকালে বোয়ালখালী থানার দক্ষিণ পার্শ্বের দোকানে আগুন লাগলে খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুণ নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ৪ দোকানের প্রায়ই অংশ পুরে ছাই হয়ে যায়। তবে সময় মত ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোয় বড় ধরণের ক্ষয়ক্ষতি থেকে বেঁচে গেছে আশপাশের আরো প্রায় ২৫-৩০ টি দোকান।
বোয়ালখালী ফায়ার সার্ভিসের ইনচার্জ শোয়েব মুন্সি বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে ৪টি দোকান পুরে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি।
এ ঘটনায় প্রায় আট লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। তবে প্রায় ১৫/২০লক্ষ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে। অন্যথায় আরো বেশি ক্ষতির সম্মুখীন হতেন ব্যবসায়ীরা।
দোকানদাররা জানান প্রতিদিনের মত রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। সকালে আগুনের খবর পেয়ে ছুটে আসি। এসময় কিছু মালামাল উদ্ধার করি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন